গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩২) হত্যার অন্যতম আসামি স্বাধীনকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। র্যাব বলছে, গ্রেপ্তারকৃত স্বাধীন সাংবাদিক তুহিন হত্যায় ‘সরাসরি জড়িত’।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী শনিবার সকালে এক প্রেস ব্র্রিফিং-এ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বাধীন ওই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।’

আসামি স্বাধীনকে শুক্রবার রাতে জেলার শিববাড়ি এলাকায় এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
এর আগে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি) জানায়, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। আর শনিবার সকালে জিএমপি মিডিয়া গ্রুপে জানানো হয়, এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা সাতজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌরসভার চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্র। তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চান্দনায় ভাড়া বাসায় থাকতেন এবং সাংবাদিকতার পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন।