পাবনায় চাচাতো ভাইদের টেঁটার আঘাতে একজনের মৃত্যু

টাইমস ন্যাশনাল
2 Min Read
টেঁটাবিদ্ধ হয়ে নিহতের স্বজনদের আহাজারি। ছবি: টাইমস

পাবনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতের নাম আবু বকর মন্ডল (৪০)। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকার কবির মন্ডলের ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন।

‎‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডল সম্পর্কে আপন চাচাতো ভাই। বসতভিটার জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আবু বকর টেঁটাবিদ্ধ হন আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাত পান।

আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *