নোয়াখালীর সেনবাগে সেবারহাটে বাজারে অগ্নিকাণ্ডে ১০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা বলছেন, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে।
সেবারহাট পশ্চিম বাজারে রোববার রাত সাড়ে ১২টার পর এ অগ্নিকাণ্ড হয়। এতে ওই বাজারের হার্ডবোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান, গাড়ির যন্ত্রাংশের দোকান, মোটরসাইকেলের গ্যারেজ ও খাবার হোটেলসহ অন্তত ১০টি দোকানে কয়েক কোটি টাকার বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় হার্ড বোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক মহিবুউল্ল্যা জানান, তার প্রতিষ্ঠানে কয়েক কোটি টাকার বেশি মালামাল ছিল, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ প্রতিষ্ঠানের পাশেই একটি গুদামও ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই বাজারের মহিব উল্যাহর প্লাইউডের কারখানায় আগুন লাগার পরপরই মুহূর্তেই তা আশপাশের প্রায় ২০টি দোকানে ছড়িয়ে পড়ে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে আরো দুটি ইউনিটের সাথে যুক্ত হয়ে সেনাবাহিনী ও পুলিশসহ স্থানীয়দের ব্যাপক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, এ পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।