দেশের বাজারে এআই সুবিধাসম্পন্ন স্যামসাং স্মার্টফোন

টাইমস রিপোর্ট
3 Min Read

স্যামসাং এনেছে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোন। দেশের বাজারে অত্যাধুনিক এআই সুবিধাসম্পন্ন এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ স্মার্টফোন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট, মারকম, সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ‘এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ডিভাইসের মাধ্যমে এআই সুবিধাকে সকলের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা গর্বিত। নতুন এ ডিভাইসের উন্মোচন বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।’

শক্তিশালী পারফরমেন্স ও ডিজাইনের স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা লাভ করবেন।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি উন্মোচনের মাধ্যমে সবার জন্য এআই অভিজ্ঞতা উপভোগের সুযোগ নিয়ে এল স্যামসাং। ডিভাইসটিতে রয়েছে ব্যতিক্রমধর্মী কিছু এআই ফিচার, যেমন: ‘সার্কেল টু সার্চ।’ এ ফিচারের মাধ্যমে স্ক্রিনে কোনো কিছু ঘিরে সার্কেল করলেই মিলবে তাৎক্ষণিক সার্চ রেজাল্ট। আরও রয়েছে গুগল জেমেনাই। এর মাধ্যমে ব্যবহারকারীরা চমৎকার সব সাজেশন পাবেন এবং বিভিন্ন প্রোডাক্টিভিটি টুল সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজার, ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ও এই-পাওয়ার্ড পোর্ট্রেট – এর মতো এআই ফিচার ব্যবহারকারীর নতুন তথ্য জানা ও ছবি ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে।

শক্তিশালী পারফরমেন্স নিশ্চিতে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ডিভাইসটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ার-এফিশিয়েন্ট প্রসেসর। সাথে, এর বিশাল ব্যাটারি নিশ্চিত করবে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার। ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত), ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে আরও রয়েছে এনহ্যান্সড নাইটোগ্রাফি, ১০-বিট এইচডিআর ভিডিও ও বেস্ট ফেইস ফিচার। যা ফোনটিকে সেলফি প্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ ফোনে পরিণত করেছে। গ্যালাক্সি এ৫৬ ফাইভজি’র এক্সিনোজ ১৫৮০ প্রসেসর ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে আরও সাবলীল।

অসাম লাইট গ্রে ও গ্রাফাইট, এ দুই রঙে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি’র অফিশিয়াল ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে দু’টি ভেরিয়েন্টে। ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৫৪,৯৯৯ টাকা। স্মার্টফোনটির আনঅফিশিয়াল ভার্সন বাজারে পাওয়া গেলেও দামের তুলনায় ব্যবহারকারীদের ঝুঁকি অনেক বেশি থাকে। অন্যদিকে, সামান্য দাম বেশি হলেও, অফিশিয়াল স্মার্টফোনে ক্রয়ে ব্যবহারকারীদের জন্য রয়েছে ওয়্যারেন্টি এবং আফটার-সেলস সুবিধা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *