‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৮

টাইমস রিপোর্ট
2 Min Read
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা। ছবি: টাইমস
Highlights
  • প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য ফুটসাল সেন্টারটি ভাড়া নিয়ে ফুটবল খেলছিলেন। খেলা শেষ হওয়ার আগে অপর একটি গ্রুপ সেখানে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেয়। এর জেরে হাতাহাতির ঘটনা ঘটে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য ফুটসাল সেন্টারটি ভাড়া নিয়ে ফুটবল খেলছিলেন। খেলা শেষ হওয়ার আগে অপর একটি গ্রুপ সেখানে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেয়। এর জেরে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে স্থানীয় জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে শিক্ষার্থীদের মারধর করে এবং ফুটসাল সেন্টারের অফিস কক্ষ ভাঙচুর করে।

এ হামলায় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বুলেট মামুন নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল গ্রুপের ঘনিষ্ঠ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলারও আসামি।

এ ঘটনার পরপরই শাহপরান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মোট নয়জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে শিক্ষার্থীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি বলেন, ‘আটকদের যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আহত ছাত্র রাকিব, রুবেল ও মাহি বলেন, ‘হামলাকারীরা “জয় বাংলা” স্লোগান দিয়ে আমাদের পর চড়াও হয়। এদের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের বুলেট মামুন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *