দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে জেতার পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা। সময়টা বেশ ভালোই কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। দেশে ফেরার পর আপাতত দিন দশেকের ছুটিতে যাচ্ছেন যুব দলের ক্রিকেটাররা। তবে আগামী ২৪ আগস্ট যোগ দিতে হবে দলের ক্যাম্পে। কারণ আসন্ন সেপ্টেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবেন আজিজুল হাকিম তামিমরা।
বিসিবি সূত্রে জানা গেছে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩০ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ৫ সেপ্টেম্বর শুরু সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চার ম্যাচের সূচি ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সফরকে সামনে রেখে বৃহস্পতিবার দেশটির ভিসার জন্য সকালে আবেদন করতে গিয়েছিলেন সদ্য ত্রিদেশীয় সিরিজ জয়ী ক্রিকেটাররা। সকল আনুষ্ঠানিকতা সেরে টিম বাসে তারা জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে ফিরেছেন সকাল ১১টার কিছু পরে।
ইংল্যান্ডের বিমান ধরার আগে সপ্তাহব্যাপী কন্ডিশনিং ও প্রস্তুতি ক্যাম্প হবে যুব দলের ক্রিকেটারদের। আসন্ন এই সফর নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটার টাইমস অফ বাংলাদেশকে বলেন, ‘আগামী মাসে ইংল্যান্ড ট্যুর আছে। ইংলিশ সামার শেষ হচ্ছে। কিছুদিন পর এজন্য ক্যাম্প শুরু হবে। ক্যাম্পের মাধ্যমে ইংল্যান্ডের কী ওয়েদার, উইকেট কেমন, ওইরকম প্রিপারেশনের প্র্যাকটিস আমরা করব। যেহেতু আগে খেলিনি ওখানে।’