ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিশাদ হোসেন মাঠ ছাড়েন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার নিয়ে। শ্রীলংকাকে ৯৪ রানে অল আউট করে ৮৩ রানে জয় পাওয়ার ম্যাচে ৩.২ ওভার বল করে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। বল হাতে দারুণ পারফরম্যান্সের পর আইসিসির সাপ্তাহিক র্যাংকিংয়ের হালনাগাদের টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। ক্যারিয়ার সেরা ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ১৭-তম অবস্থানে।
এর আগেও একবার ১৭-তম অবস্থানে উঠেছিলেন রিশাদ। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পর। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে রিশাদই। এই সিরিজে কোনো ম্যাচ না খেলা শেখ মাহেদী হাসান চার ধাপ নেমে এখন ২৫ নম্বরে। তাসকিন আহমেদ নেমেছেন ২৮-তম অবস্থানে, অবনমন হয়েছে চার ধাপ। তিন ধাপ পিছিয়ে আরেক পেসার তানজিম হাসান সাকিব এখন ৪৬-এ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ বল করে শরীফুল ইসলাম দিয়েছেন বড় লাফ। ২০ ধাপ এগিয়ে এই বাঁহাতি পেসার এখন ৫৭তম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানের ইনিংস খেলা লিটন দাস ব্যাটারদের র্যাংকিংয়ে এগিয়েছেন সাত ধাপ, আছেন ৪৫তম অবস্থানে। পারভেজ হোসেন ইমনের উন্নতি ১২ ধাপ, উঠে এসেছেন ৮৫তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান এক ধাপ এগিয়ে ৪১-তম অবস্থানে ওঠা তাওহিদ হৃদয়ের। ওপেনার তানজিদ তামিম ও এই সিরিজে কোনো ম্যাচ না খেলা নাজমুল হোসেন শান্ত নেমেছেন যথাক্রমে দুই ও তিন ধাপ করে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে বড় উন্নতি মেহেদী হাসান মিরাজের। ২১ ধাপ এগিয়ে এই ডানহাতি অলরাউন্ডার এখন ৩৮-তম অবস্থানে।