শিরোপা জয়ের লক্ষ্যে ভুটান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

টাইমস স্পোর্টস
4 Min Read
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ নিয়ে প্রেস কনফারেন্সে নারী দলের প্রধান মাহফুজা আকতার কিরণ, কোচ মাহবুবুর রহমান লিটু, অধিনায়ক অর্পিতা বিশ্বাস অর্পিতা ও সহকারী কোচ আবুল হোসেন। ছবি: বাফুফে

সিনিয়র দল থেকে শুরু করে বয়সভিত্তিক সব যায়গায় বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তারই ধারাবাহিকতায় এবার অনূর্ধ্ব-১৭ দল ভুটান যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৫ খেলতে।

বয়সভিত্তিক সব দলে বাংলাদেশ নারী ফুটবল সফলতা পেলেও ব্যাতিক্রম চিত্র অনূর্ধ্ব-১৭ তে। ২০২৩-এ গঠিত হওয়া অনূর্ধ্ব-১৭ দল নিয়ে এবার বেশ নড়েচড়েই বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়া ও উয়েফার সংমিশ্রণে ২০২৩-এ একটি টুর্নামেন্ট হয় যেখানে বাংলাদেশ ফাইনালে রাশিয়ার সাথে কমলাপুরেই হেরে বসে। তবে এবার ভুটানে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ নিয়ে বাফুফে নারী শাখার প্রধান মাহফুজা আকতার কিরণ বলেন ‘অভিজ্ঞতা ও তারণ্য সব মিলিয়ে খুব গোছানো একটা দল আমরা তৈরি করতে পেরেছি, আশা করি আমাদের দল ভুটানে গিয়ে নিজের সেরাটা দিবে এবং তাদের সেরাটা বের করে আনার জন্যই এতদিন সেভাবে তাদের তৈরি করা হয়েছে।

অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ মাহাবুবুর রহমান লিটু অবশ্য জানিয়েছেন এই অনূর্ধ্ব-১৭ দলের দেখভালের দায়িত্ব সামাল দিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। তিনি জানান যে পিটার বাটলারের সাথে মিলেই তারা শুরুতে কাজ করেছেন। এই দলকে বেশ শক্তিশালী হিসেবেই দেখছেন তিনি যেখানে তার মতে অভিজ্ঞরা যতটা মাঠে চাপ সামাল দেবে ঠিক একই সাথে একদম তরুণরা মাঠে আলো ছড়াবে।

বয়সভিত্তিক দল সবসময়ই প্রধান দলের জ্বালানিশক্তি হিসেবে কাজ করে। যে কোন দল তাদের বয়সভিত্তিক শাখায় যদি ভাল খেলোয়াড় বের করতে পারে তবে ভবিষ্যতে মূল দল শক্তিশালী হবে। এই নিয়ে সহকারী কোচ আবুল হোসেন বলেন ‘আমরা আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। বয়সভিত্তিক দল থেকে আমরা ভাল খেলোয়াড় বের করতে পারলে তা ভবিষ্যতে আমাদের জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাবে।’

টুর্নামেন্ট নিয়ে খুব বেশি চাপ নিচ্ছেন না অধিনায়ক অর্পিতা বিশ্বাস অর্পিতা। তিনি বলেন ‘আমরা প্রতিটি ম্যাচকে আলাদা আলাদা মঞ্চ হিসেবে দেখছি এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি মোটামুটি ভাল এবং আমরা এ টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদী।’ সব মিলিয়ে দলের শিবিরে একটি সবাইকে উৎফুল্ল দেখছেন অর্পিতা।

২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মাঝে অভিজ্ঞতায় পূর্ণ খেলোয়াড় রয়েছেন গোলকিপার মোসা: ইয়ারজান বেগম, মেঘলা রানী রয়, অর্পিতা বিশ্বাস অর্পিতা, সুরভী আকন্দ প্রীতি ও আলপি আকতার ও একদম নতুন মুখ হিসেবে থাকছেন গোলকিপার প্রতিমা রানী, মামনী চাকমা সহ মোট ৫ জন।

অধিনায়ক অর্পিতা ইতোমধ্যে অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নেপাল সফরে, সব মিলিয়ে এই দলে থাকছে সামনের দিনের নতুন মুখেরা। যদিও দলের কোচ মাহবুবুর রহমান লিটু তবে এখানে পুরো প্রশিক্ষণ ও খেলার ধরণ চলছে পিটার বাটলারের নীলনকশায়। এ বিষয়ে কিরণ বলেন ‘মাঠে আপনারা যে খেলাই দেখবেন না কেন সেটার মূল পরিকল্পনা ও প্রশিক্ষণ বাটলারের ডিজাইনেই হয়েছে। বাটলার আগেই বলেছিল সে অনূর্ধ্ব-১৭ দলের সাথে থাকছে না তবে তার পরিকল্পনাতেই দল প্রশিক্ষণ নিয়েছে।’

ভারত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৫ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও এবার তারা খেলবে এবং এই ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা আছে কি না প্রসঙ্গে কোচ লিটু বলেন ‘আমরা তাদের নিয়ে নীলনকশা করেছি এবং তাদের হারানোর লক্ষ্য থাকবে আমাদের৷ আমরা একটি একটি ম্যাচ হিসেবে আগানোর পরিকল্পনা করেছি এবং আশা করি আমরা সফল হব।’ বলা যায় যে ভারত বাংলাদেশ ২২ ও ৩১ আগস্টের দুই ম্যাচই এ টুর্নামেন্টের ভাগ্য গড়ে দেবে।

শুক্রবার সকালে ভুটানের উদ্দেশ্য রওনা দিচ্ছে বাংলাদেশ দল। দলের লক্ষ্য টুর্নামেন্ট শেষে শিরোপা নিয়ে ঢাকায় ফেরত আসা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *