যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার কমিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ঘোষণায় জানানো হয়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। নতুন হার ১ আগস্ট থেকে কার্যকর হবে।
ঘোষণায় আরও জানানো হয়, অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের শুল্ক ১৯ শতাংশ, আফগানিস্তান ১৫ শতাংশ, ভারত ২৫ শতাংশ, ব্রাজিল ১০ শতাংশ, ইন্দোনেশিয়া ১৯ শতাংশ, মালয়েশিয়া ১৯ শতাংশ, মিয়ানমার ৪০ শতাংশ, কম্বোডিয়া ১৯ শতাংশ, ফিলিপাইন ১৯ শতাংশ, শ্রীলঙ্কা ২০ শতাংশ এবং ভিয়েতনাম ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। তখন বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ধরা হয়েছিল ৩৭ শতাংশ। যদিও সেটি তিন মাসের জন্য স্থগিত ছিল। পরে ৭ জুলাই সেই হার কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
শুল্ক কমানোর ফলে এখন বাংলাদেশি পণ্য রপ্তানিতে গড় ১৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হবে। অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।
যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কের হার সমন্বয়ের সুযোগ দিয়ে থাকে। এ জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কয়েক দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।