খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, রাঙামাটিতে বিক্ষোভ

টাইমস ন্যাশনাল
2 Min Read
খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচার দাবি করে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন’স ফেডারেশনের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন’স ফেডারেশনের (এইচডব্লিউএফ) ব্যানারে শুক্রবার সকালে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে মহাসড়কে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ি নারীদের ওপর সহিংসতা ক্রমাগত বাড়ছে, কিন্তু বিচার হয় না। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচার দাবি করে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন’স ফেডারেশন বিক্ষোভ মিছিল করে। ছবি: টাইমস

সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য যুব সমিতির সুমিত্র চাকমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের কৈসাইন্যু মারমা, হিল উইমেন’স ফেডারেশনের আনুসিং মারমা, সংগঠক অন্তর চাকমা, পিসিপির সুনীতি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

২৭ জুন রাতে অষ্টম শ্রেণির এক পাহাড়ি ছাত্রী ভাইবোনছড়া বাজার এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে ভুক্তভোগী মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

‍বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করলে রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত হচ্ছেন– ভাইবোনছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন (৩২), সদস্য ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২)। মামলার অপর আসামিরা হলেন–  ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনির ইসলাম (২৯) এবং ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইসলাম (২৩)।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *