৯৬ বাংলাদেশিকে মালয়েশিয়া প্রবেশে বাধা

টাইমস রিপোর্ট
1 Min Read
বিশেষ অভিযানে ৯৬ জন বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশি নাগরিককে মালয়েশিয়া প্রবেশে বাধা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) পরিচালিত বিশেষ অভিযানে ৯৬ জন বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশি নাগরিককে দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সোমবার মালয়েশিয়ার ‘দৈনিক দ্য স্টার’ এর এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ পরিচালিত ওই অভিযানে তিনশতাধিক যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে পাকিস্তানের ৩০ জন ও ইন্দোনেশিয়ার পাঁচজনও প্রবেশে ব্যর্থ হন।

একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। খবর ইউএনবির।

বিবৃতিতে বলা হয়, সন্দেহজনক ভ্রমণ পরিকল্পনা, ইমিগ্রেশন কাউন্টারে রিপোর্ট না করা এবং পর্যাপ্ত অর্থ না থাকাসহ একাধিক কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, অপ্রতুল অর্থ সাধারণত কারও প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে। যেমন—কেউ এক মাস থাকার কথা বললেও সঙ্গে এনেছে মাত্র ৫০০ রিংগিত, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।

মালয়েশিয়ায় প্রবেশে ইচ্ছুক সকল ভ্রমণকারীকে ইমিগ্রেশন নিয়মাবলী মেনে চলার এবং ভ্রমণের পূর্বে প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *