ভারতের জনপ্রিয় কুইজ শো কৌন বানেগা ক্রোড়পতির (কেবিসি) নতুন সিজনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের সামনে কেবিসির ১৭তম সিজন নিয়ে হাজির হবেন অমিতাভ বচ্চন।
কুইজ শো শুরুর প্রস্তুতি হিসেবে পুরোদমে শ্যুটিং শুরু করেছেন অমিতাভ বচ্চন। আর নিজের এক্স হ্যান্ডলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নতুন সিজনের নানা খুঁটিনাটি।
সবকিছু ঠিক থাকলে শিগগিরেই অমিতাভ বচ্চনকে দেখা যাবে তার বিখ্যাত চেয়ারে বসে প্রতিযোগিদের প্রশ্ন করতে। এরই মধ্যে টেলিভিশনে এসেছে কেবিসির নতুন সিজন শুরু ঘোষণা, দেখানো হচ্ছে বিজ্ঞাপনও।
দীর্ঘদিন ধরেই ভারতীয় টেলিভিশনের পর্দার জনপ্রিয়তম অনুষ্ঠান এই কুইজ শোটি। কুইজভিত্তিক বা জ্ঞানভিত্তিক অনুষ্ঠান হলেও নানা কর্মকাণ্ড আর কথোপকথনের বিশেষ দক্ষতার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন।
নতুন সিজন নিয়ে দারুণ উৎসাহী বিগ বি। তিনি লিখেছেন, ‘কাজে পৌঁছেছি। নতুন দিন, নতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ। আমার অভিবাদন গ্রহণ করুন।’
আগামী ১১ আগস্ট সনি টিভির পর্দায় দেখা মিলবে কৌন বানেগা ক্রোড়পতির নতুন সিজনের। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। সনি টিভির পাশাপাশি দেখা যাবে সনি লিভেও।
ব্রিটিশ টেলিভিশনের ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়র’-এর অনুকরণে ভারতীয় দর্শকদের জন্য তৈরি করা হয় ‘কৌন বানেগা ক্রোড়পতি’ কুইজ শোটি। গত ১৬টি সিজনের মধ্যে ১৫টিরই সঞ্চালনা করেছেন অমিতাভ বচ্চন। কেবল চতুর্থ সিজন সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। তবে সেটি তেমন জনপ্রিয়তা অর্জন করতে না পারায় আবারও ফিরিয়ে আনা হয় বিগ-বি’কে।
এমনকি এবারও গুঞ্জন উঠেছিল যে, বদলাতে যাচ্ছে কেবিসির সঞ্চালক। সম্ভাব্য সঞ্চালক হিসেবে শোনা যাচ্ছিল সালমান খানের নামও। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও নানা প্রশ্ন নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার জন্য।