একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি ও পরীক্ষার কারণে রোববার রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শহরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি দিয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছাত্রদল, এনসিপি ও সাংস্কৃতিক সংগঠনের পৃথক কর্মসূচি থাকায় ব্যাপক জনসমাগম হবে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।
অপরদিকে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ‘জুলাই জাগরণ’ নামে একটি সাংস্কৃতিক উৎসব। এই ফেস্টিভ্যাল ১ থেকে ৪ আগস্ট প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে।
এসব রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে রোববার এইচএসসি ও সমমান পরীক্ষা ও বিসিএস পরীক্ষা রয়েছে।
যানজট এড়াতে ডিএমপির পরামর্শ
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে শাহবাগ অভিমুখী যানবাহন সোজা না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে চলাচল করার কথা বলা হয়েছে।
কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে শাহবাগ অভিমুখী যানবাহন নীলক্ষেত/পলাশী অথবা বাংলামোটর লিংক রোড হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট দিক থেকে শাহবাগ অভিমুখী যান চলাচল হেয়ার রোড বা মনসুর আলী সরণি দিয়ে পরিচালিত হবে।
কাকরাইল-মৎস্য ভবন রুট: উত্তর দিক থেকে শাহবাগের দিকে আসা যানবাহন কদম ফোয়ারা হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
টিএসসি ও রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকা: নীলক্ষেত বা দোয়েল চত্বর হয়ে ঘুরে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএমপি।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা: এই দুটি অঞ্চলের সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহারের অনুরোধ করা হয়েছে।
ডিএমপি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে, তারা যেন যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেন, যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন।