রোববার শাহবাগ-শহীদ মিনার এলাকা এড়ানোর পরামর্শ

টাইমস রিপোর্ট
2 Min Read

একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি ও পরীক্ষার কারণে রোববার রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শহরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি দিয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছাত্রদল, এনসিপি ও সাংস্কৃতিক সংগঠনের পৃথক কর্মসূচি থাকায় ব্যাপক জনসমাগম হবে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।

অপরদিকে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ‘জুলাই জাগরণ’ নামে একটি সাংস্কৃতিক উৎসব। এই ফেস্টিভ্যাল ১ থেকে ৪ আগস্ট প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে।

এসব রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে রোববার এইচএসসি ও সমমান পরীক্ষা ও বিসিএস পরীক্ষা রয়েছে।

যানজট এড়াতে ডিএমপির পরামর্শ

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে শাহবাগ অভিমুখী যানবাহন সোজা না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে চলাচল করার কথা বলা হয়েছে।

কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে শাহবাগ অভিমুখী যানবাহন নীলক্ষেত/পলাশী অথবা বাংলামোটর লিংক রোড হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট দিক থেকে শাহবাগ অভিমুখী যান চলাচল হেয়ার রোড বা মনসুর আলী সরণি দিয়ে পরিচালিত হবে।

কাকরাইল-মৎস্য ভবন রুট: উত্তর দিক থেকে শাহবাগের দিকে আসা যানবাহন কদম ফোয়ারা হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

টিএসসি ও রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকা: নীলক্ষেত বা দোয়েল চত্বর হয়ে ঘুরে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএমপি।

শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা: এই দুটি অঞ্চলের সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহারের অনুরোধ করা হয়েছে।

ডিএমপি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে, তারা যেন যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেন, যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *