‘বুনিয়া সোহেলের’ আস্তানায় অভিযানে মিলল কোটি টাকা

টাইমস রিপোর্ট
2 Min Read

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের অভিযুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ‘বুনিয়া সোহেলের’ আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নগদ এক কোটি ১৩ লাখ টাকা, বেশকিছু ককটেল ও মাদক উদ্ধার করেছে।

যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৩টার দিকে চালানো ওই উদ্ধার অভিযানে নগদ টাকা ছাড়াও একটি টাকা গোনার মেশিন, ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, দুটি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, অভিযানের খবর পেয়ে অভিযুক্ত সন্ত্রাসীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে পালিয়ে যায়। ক্যাম্পের সরু গলি ও ঘনবসতির কারণে তাদের গ্রেপ্তার সম্ভব হয়নি।

১১ আগস্ট মাদকের আধিপত্য নিয়ে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। সে সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে অন্তত ১৩ জনকে অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের সেক্টর ৭-এর আব্দুস সালামের ছেলে সোহেলের (বুনিয়া সোহেল নামে পরিচিত) বিরুদ্ধে রয়েছে অন্তত ৩০টি মামলা, যার মধ্যে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মামলাও আছে।

২০২৪ সালের ৩১ অক্টোবর র‍্যাব সোহেলকে সিলেটের কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করে। কয়েক মাস পর জামিনে বের হয়ে তিনি আবার শুরু করেন মাদক ব্যবসা। চলতি বছরের ৪ জুন সেনাবাহিনী ও র‍্যাব-২ তার সঙ্গে সংশ্লিষ্ট একটি ফার্মেসি থেকে এক কোটি টাকার বেশি মূল্যের মাদক জব্দ করে।

রোববার সকালে সোহেল ও তার সহযোগী নাদিম (বেজি নাদিম নামে পরিচিত) আরেক মাদক ব্যবসায়ী রাজার (স্থানীয়রা ডাকেন পিচ্চি রাজা) মালিকানাধীন একটি দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। এই পিচ্চি রাজার বিরুদ্ধেও রয়েছে একাধিক হত্যা ও মাদকের মামলা।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *