পদ্মার ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজার। এতে বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা, নদীর ঘাট ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে দিঘিরপাড় ও পাঁচগাও ইউনিয়নে ভাঙনের তীব্রতা বাড়ে। মুহূর্তেই বাজারের কিছু অংশ এবং নদীর তীরের মাটি ভেঙে পদ্মায় বিলীন হয়ে যায়। এর ফলে দুই হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়েছে। ভাঙনের কারণে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও প্রতিবারই ভাঙনের শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নদী ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় দ্রুত এই কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।