নাটোরে ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮

টাইমস ন্যাশনাল
1 Min Read
নাটোরে ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনা। ছবি: ভিডিও ক্লিপ থেকে নেওয়া

নাটোরে ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আট জন হলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এরআগে জেলার বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ জন ও পরে হাসপাতালে একজন নিহত হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মাইক্রোবাসের চালকের নাম রুবেল হোসেন (৩২)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহতরা সকলেই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস যাত্রী।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, মাইক্রোবাসটি নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজন মারা যান।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট মোকাবেলায় কাজ করে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *