ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫) গুলিতে নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে বাহ্রা স্কুলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হারুন মাস্টার দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাহ্রা গ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, ফজরের নামাজের পর প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি বাড়ির পাশের নদীর ধারে হাঁটতে যান। এ সময় তিন যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে হারুন মাস্টার প্রকাশ্যে প্রতিবাদ করায় তিনি বিরোধের মুখে পড়েন। এ ছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও তার সঙ্গে একটি চক্রের টানাপোড়েন চলছিল বলে জানা গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।