জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান-সিইওসহ ৯ পরিচালককে অর্থদণ্ড

টাইমস রিপোর্ট
1 Min Read

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেনে আইন অমান্য করায় জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান, সিইওসহ পরিচালনা পর্ষদের ১১ সদস্যকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২১ সালের ডিসেম্বরে শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এদের প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার বিএসইসির ৯৭৩-তম সভায় এসব সুপারিশ করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টিআইএম নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, পরিচালক হাসান শহীদ সরোয়ার, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক নিলুফার ইমাম, স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম এবং  স্বতন্ত্র পরিচালক জহুরুল সাঈদ বখত।

পরিচালকদের প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অর্থদণ্ডের বিষয়ে জানতে কোম্পানিটির সিইও শাহ জালাল উদ্দিন ও কোম্পানি সেক্রেটারি মোস্তাক আহমেদকে টেলিফোন করা হলেও তারা ফোন ধরেননি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *