‘জুলাই সনদ’-এর দাবিতে শাহবাগ অবরোধ

টাইমস রিপোর্ট
1 Min Read
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

‘জুলাই সনদ’-এর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার-ফেস্টুন। তারা স্লোগান দিচ্ছিলেন, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

প্রতিবাদকারীদের একজন বলেন, ‘জুলাই আন্দোলন আমাদের রক্তের আন্দোলন। সরকার যদি এই দাবি সংবিধানে অন্তর্ভুক্ত না করে, তবে আমরা ঘরে ফিরব না। আমরা শুধু ফুল চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’

আরেকজন বলেন, ‘বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা আর প্রতিশ্রুতি শুনতে চাই না। এবার ফল দেখতে চাই।’

বিক্ষোভের কারণে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রী, রোগী ও পথচারীরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *