গ্রেনেড হামলা: লিভ টু আপিলের শুনানি ২৬ মে পর্যন্ত স্থগিত

টাইমস রিপোর্ট
1 Min Read

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি হয়। দিনভর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে। আদালত পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ২৬ মে।

১ ডিসেম্বর হাইকোর্টের এক রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২০০৪ সালের ওই হামলার মামলায় খালাস দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।

আসামিপক্ষের আইনজীবীদের আশাবাদ, আপিল বিভাগেও হাইকোর্টের রায় বহাল থাকবে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ বহু নেতা-কর্মী আহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা।

এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের রায়ে এসব সাজা বাতিল হওয়ায় তা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল করে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *