গাজীপুরে বন বিভাগের ভাওয়াল রেঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সোমবার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, গাজীপুর, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত দল।
অভিযানে ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর ১ দশমিক ৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।
একই দিন, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় দেশের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চাঁদপুর সার্কিট হাউসের সামনে শব্দদূষণবিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। কুমিল্লার টমছমব্রীজ এলাকায় দুই দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জের ওয়াপদারপুল ও ফতুল্লার তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।