গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন হাবিল মিয়া (৫০) নামের ব্যক্তি ।
শনিবার মধ্যরাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গণপিটুনির শিকার হাবিল মিয়া পলুপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। শুক্রবার বিকেলে একই গ্রামের ৬ বছরের এক শিশুকে হাবিল মিয়া নিজ বাড়িতে ফুঁসলিয়ে নিয়ে যান বলে অভিযোগ মিলেছে। তিনি শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে যান। পরে শনিবার রাতে হাবিল মিয়া এলাকায় ফিরলে কয়েকজন তাকে আটক করে গণপিটুনি দেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে হাবিলকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শুক্রবার বিকেলেই শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হাবিল মিয়াকে আসামি করে এজাহার দাখিল করেছেন শিশুর পিতা।
শিশু ধর্ষণের অভিযোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন নিহত হাবিলের স্বজনরা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘শিশু ধর্ষণে অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাবিল হত্যার বিষয়ে মামলা হয়েছে।’
থানা সূত্রে জানা যায়, হাবিলের মৃত্যুর বিষয়ে তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলার এজাহার জমা দিয়েছেন। তাতে আসামি করা হয়েছে ৮ জনকে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।