জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গ্রহণযোগ্যতা নষ্ট করতে গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।
জাতীয় যুব সম্মেলন-২০২৫ উপলক্ষে রোববার বিকালে ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তরিকুল বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি না। বরং উল্টো আমাদের নেতাদের নামে নানান গুজব ছড়ানো হচ্ছে। পরিকল্পিতভাবে এ ধরনের কাজ করা হচ্ছে।’
এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এনসিপির নেতা–কর্মীদের বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নেই যে আজকে চেষ্টা অব্যাহত রাখছে না। আমরা দেখতে পাচ্ছি যে তরুণেরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে, সেটা কিন্তু খবরের পাতার মধ্যে সাত দিন ধরে থাকছে।’
কিন্তু অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা হচ্ছে না অভিযোগ করে জাতীয় যুবশক্তির এই নেতা বলেন, ‘অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কখনো মিডিয়ার মধ্যে আসছে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় যুবশক্তি আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন- ২০২৫। মঙ্গলবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এছাড়া বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের যুব সংগঠনের নেতারাও এতে অংশ নেবেন।