এনফিল্ডে নতুন যুগের সূচনা, লিভারপুলে ফ্রিমপংয়ের আগমন

টাইমস স্পোর্টস
2 Min Read
বায়ার লেভারকুজেন থেকে লিভারপুলে যোগদান করলেন জেরেমি ফ্রিমপং। ছবি: লিভারপুল

ট্রেন্টের বিদায়ে স্লটের হাতিয়ার ডাচ ডানপাশের বিস্ফোরক তারকা

জারেমি ফ্রিমপংকে দলে টানার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লিভারপুল। বায়ার লেভারকুজেনের এই ডাচ ডিফেন্ডারকে দলে নিতে ইংলিশ ক্লাবটি সক্রিয় করেছে তার €৩৫ মিলিয়ন রিলিজ ক্লজ (প্রায় £২৯.৫ মিলিয়ন)। ২৪ বছর বয়সী ফ্রিমপং এরই মধ্যে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন এবং ধারণা করা হচ্ছে—রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সরাসরি বদলি হিসেবেই তিনি জায়গা করে নিচ্ছেন আর্নে স্লটের স্কোয়াডে।

২০২৩-২৪ মৌসুমে জাবি আলোনসোর অধীনে ঐতিহাসিক বুন্দেসলিগা ও ডিএফবি-পোকাল জেতা লেভারকুজেনে দুর্দান্ত সময় কাটানোর পর ইংল্যান্ডে ফিরলেন ফ্রিমপং। ২০২৪-২৫ মৌসুমে ৫৩ ম্যাচে মাঠে নেমেছেন, যদিও শেষ পর্যন্ত ক্লাবটি ছিল রানার্সআপ।

আক্রমণাত্মক রাইটব্যাক ফ্রিমপং শুধু মাঠে পারফরম্যান্সেই নয়, ব্যক্তিত্বেও অনন্য। গোল উদযাপনে সতীর্থদের দিয়ে নিজের বুট মাজার মতো দৃশ্য কিংবা হালকা-ফুলকা সাক্ষাৎকার—এইসব মিলিয়েই তিনি মঞ্চ মাতান মাঠ ও মাঠের বাইরে। একবার এক লাইভ সাক্ষাৎকারে জার্মান ফুটবল বিশ্লেষককে বলেছিলেন, “তোমার গোলাপি জ্যাকেটটা দারুণ লাগছে, খুবই স্টাইলিশ!”

তবে ফ্রিমপংয়ের সব হাসি-ঠাট্টার আড়ালেও লুকিয়ে আছে এক পরিপূর্ণ ফুটবল মস্তিষ্ক। ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার সেল্টিকে নিজেকে জানান দেন, এরপর লেভারকুজেনে পরিণত হন দলের মেরুদণ্ডে। সাবেক জার্মান তারকা থমাস হিটলস্পারগার বলেন, “ফ্রিমপংয়ের মতো খেলোয়াড়ের সাক্ষাৎকারে একরাশ সতেজতা থাকে—সে ফুটবলটা উপভোগ করে, এবং সেটা বোঝা যায়।”

ক্রিস সাটনও বলেন, “টপ ক্লাবগুলোর নজরে সে অনেকদিন ধরেই ছিল। এবার সময় এসেছে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার।”

লিভারপুলে অবশ্য প্রতিযোগিতা থাকবে। নর্দার্ন আয়ারল্যান্ডের কনর ব্র্যাডলি সম্প্রতি নতুন চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে গতি, বহুমুখিতা ও আক্রমণাত্মক দাপটে ফ্রিমপংকেই ভবিষ্যতের বড় ভরসা হিসেবে দেখছেন অনেকেই।

নিজের দর্শন নিয়েই একবার বলেছিলেন, “জীবনে তো একবারই এসেছি। তাই যত দিন বেঁচে আছি, হাসিখুশি থাকো, মানুষকে ভালোবাসো, পজিটিভ থাকো—তাহলেই জীবন সুন্দর।” এখন থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আনফিল্ডে—যেখানে হাসি, হৃদয় আর ঝলমলে ফুটবলের মেলবন্ধনে গড়তে পারেন নতুন কিংবদন্তি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *