এখনই এসেছে হাঁড়িভাঙা, রংপুরে রেকর্ড বিক্রির আভাস

টাইমস ন্যাশনাল
2 Min Read
ছবি: ‘ম্যাংগো বাজার’ ফেসবুক পেজ
Highlights
  • নানা সমস্যার মধ্যেও কৃষি বিভাগের আশা, এবার জেলায় আমের বেচাকেনা ২০০ কোটি টাকা ছাড়িয়ে রেকর্ড গড়বে।

 

রংপুরের বাজারে এখন যেন হাঁড়িভাঙা আমের উৎসব। সোনালি রঙ আর মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে জেলার বাজারগুলো।

আমের বাম্পার ফলনে সন্তুষ্ট চাষিরা। তারা বলছেন, গরমে আম আগেভাগে পাকতে শুরু করায় এবার আগেভাগে শুরু হয়েছে বাজারজাত।

তবে সংরক্ষণের সুবিধা না থাকায় অনেক চাষিকে তড়িঘড়ি করে বিক্রি করতে হচ্ছে, ফলে তাঁরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে হিমাগার, আধুনিক চাষ পদ্ধতি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আমচাষিরা।

তবে এসব সমস্যার মধ্যেও কৃষি বিভাগের আশা, এবার জেলায় আমের বেচাকেনা ২০০ কোটি টাকা ছাড়িয়ে রেকর্ড গড়বে।

এবার সবচেয়ে বড় হাট বসেছে মিঠাপুকুরের পদাগঞ্জ ও জেলা সদর বাস টার্মিনাল এলাকায়। এছাড়া সিটি বাজার, লালবাগ, মডার্ন মোড়, ধাপ বাজার, শাপলা চত্বরসহ সব বাজারেই জমে উঠেছে আম বিক্রি।

ছবি: ‘ম্যাংগো বাজার’ ফেসবুক পেজ

চাষিরা বলছেন, ফলন ভাল হলেও অতিরিক্ত গরম ও অনাবৃষ্টির কারণে এবছর আমের আকার ছোট হয়েছে। আমের সরবরাহ বাড়ায় দামও তুলনামূলক কম।

ছোট আম মণপ্রতি ১১শ’ থেকে ১৩ শ’ টাকা, মাঝারি ১৪শ’–১৬শ’ এবং বড় আম ১৭শ থেকে ২২শ’ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজির দর ৩০ থেকে ৬০ টাকা।

অন্যদিকে, আম সরবরাহে অনলাইন উদ্যোগেও গতি এসেছে। উদ্যোক্তারা জানান,  ঢাকায় পাঠাতে ক্যারেট ও কুরিয়ারে খরচ হচ্ছে এক হাজার থেকে ১২শ’ টাকা।

কৃষি বিভাগ জানিয়েছে, রংপুরে এবার হাঁড়িভাঙা আম চাষ হয়েছে এক হাজার ৯১৫ হেক্টর জমিতে, যার মধ্যে মিঠাপুকুরেই রয়েছে এক হাজার ২৬৮ হেক্টর। আর জেলায় আম উৎপাদন হয়েছে ২৯ হাজার ৮৫১ টন, যার ২৬ হাজার টনই এসেছে মিঠাপুকুর থেকে।

জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, আম পরিবহনে যেন ব্যবসায়ীরা কোনো হয়রানির শিকার না হন, সেজন্য নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে  ১৬শ’ থেকে ২২শ’ টাকা মণ দরে গোপালভোগ বিক্রি করলেও পরে দাম অর্ধেকে নেমে আসে।

কোরবানির ঈদে টানা ১৫ দিনের ছুটিতে বেচাকেনা বন্ধ থাকায় ভরা মৌসুমে বড় ধরনের ধস নামে আমের দামে। গড়পড়তা প্রতি মণ আমে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দাম কমে।

ব্যবসায়ীরা জানান, পরিবহন, বাজারজাত ও বিক্রি ব্যাহত হওয়ায় সে সময় লোকসান গুনতে হয় তাদের। কুরিয়ার সার্ভিসও বন্ধ থাকায়  অনলাইনে বিক্রিও ছিল বন্ধ।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *