বাংলাদেশ জাতীয় ফুটসাল দল প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিচ্ছে। সামনে চ্যালেঞ্জ অনেক বড়—গ্রুপ ‘জি’তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ইরান, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। সেই বড় মঞ্চে লড়াইয়ের প্রস্তুতি নিতে এবার ঢাকায় আয়োজন করা হচ্ছে ওপেন ট্রায়াল।
যারা ফুটসালে দক্ষ এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে, তাদের জন্য এটি হতে পারে জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার বিরল সুযোগ।
ট্রায়ালের সময়সূচি:
-
তারিখ: ২০ ও ২১ জুলাই, ২০২৫
-
স্থান: শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়াম, ঢাকা
-
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই, শুক্রবার, ২০২৫
এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর। সেখানে অংশ নিচ্ছে মোট ৩১টি দল, যারা ভাগ হয়ে খেলবে আটটি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল (একটি গ্রুপে তিনটি)। আটটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা সাতটি রানার্স-আপ দল আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য মূলপর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে।
এই বাছাইপর্বে ভালো কিছু করতে চায় বাংলাদেশ, আর সে লক্ষ্যেই জাতীয় দলের স্কোয়াড চূড়ান্ত করতে এই ওপেন ট্রায়ালের উদ্যোগ নিয়েছে বাফুফে।
ফুটসাল বিশ্বে বাংলাদেশ এখনো নবীন, কিন্তু সম্ভাবনা রয়েছে অসীম। অভিজ্ঞতা ও ট্যালেন্ট খুঁজতে এবং জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতেই এমন উদ্যোগ। বাছাইয়ের আগে এই ট্রায়াল হতে পারে বাংলাদেশ ফুটসাল ইতিহাসের এক নতুন যাত্রার শুরু।
কে আসতে পারবেন:
-
যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর
-
ফুটসাল খেলার অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে
-
জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন রয়েছে এবং নিবেদিত মনোভাব
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, এই ট্রায়াল থেকে এমন কিছু প্রতিভা উঠে আসবে যারা দেশের নাম উজ্জ্বল করতে পারবেন এশিয়ার মঞ্চে।