আগস্টজুড়ে ঢাকায় চলবে চিরুনি অভিযান : ডিএমপি

টাইমস রিপোর্ট
2 Min Read
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : ভিডিও থেকে
Highlights
  • উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘আগস্ট মাস শুরু হওয়ার পর বিভিন্ন ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে। আমাদের প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করছে।’

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার বদলের মাস আগস্ট। গত বছর তীব্র গণআন্দোলনের পর ৫ আগস্ট পতন ঘটেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। ফলে এ বছর সেই মাস ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই নাশকতার শঙ্কাও করছেন।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার মাসুদ আলমের ভাষ্যে উঠে আসে আগস্ট ঘিরে নাশকতার শঙ্কার কথা, সাংবাদিকরাও এ বিষয়ে পুলিশের অবস্থানের কথা জানতে চান। তখন পুলিশের পক্ষ থেকে এ মাসে ঢাকায় ‘চিরুনি অভিযান’ চালানোর কথা জানানো হয়। পুরো আগস্ট মাস জুড়ে এ অভিযান চলবে বলেও জানান তিনি।

‘র‌্যাব পরিচয়ে’ ডাকাতির এক ঘটনায়  গ্রেপ্তারের তথ্য জানাতে আয়োজন করা হয় ওই সংবাদ সম্মেলন।

উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘আগস্ট মাস শুরু হওয়ার পর বিভিন্ন ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে। আমাদের প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করছে।’

নাশকতামূলক কর্মকাণ্ড চলতে পারে সম্ভাব্য এমন সব জায়গায় অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেটা করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস বা কোনো জায়গায় অভিযান চালাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পতিত সরকারের অনেক নেতাকর্মীর নামে ঢাকা শহরে অনেক ফ্ল্যাট আছে, একেকজনের নামে হয়ত পাঁচটা-সাতটা। যেখানে হয়ত নেতাকর্মীদের রাখার ব্যবস্থা করা হয়। সেসব প্রতিটা জায়গায় আমরা কাজ করছি।’

‘এমনকি কিছু বস্তি এলাকায় যেখানে হয়ত কিছু নাশকতার তৎপরতা চলতে পারে সেখানে আমরা কাজ করছি এবং চিরুনি অভিযান চলছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের অভিযানে প্রতিদিনই ধরপাকড় চলছে।

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে এসময় জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *