পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজের জন্য কোনও পরিবর্তন আনা হয়নি; শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি জয়ী হওয়া দলই অপরিবর্তিত রাখা হয়েছে।
সিরিজটি আগামী ২০, ২২ এবং ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।
দলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। স্কোয়াডে আছেন আরও তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদসহ অন্যরা।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
সূচি:
২০ জুলাই – প্রথম টি-টোয়েন্টি
২২ জুলাই – দ্বিতীয় টি-টোয়েন্টি
২৪ জুলাই – তৃতীয় টি-টোয়েন্টি