কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ই-কার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ ও ইবি উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীনদের হাতে ফুল, নোটপ্যাড ও বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’ তুলে দেন অতিথিরা।

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য নসরুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য এম এয়াকুব আলী এবং ট্রেজারার জাহাঙ্গীর আলম।
এস এম এ ফায়েজ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত সূচনা সংগীতটি ২০১২ সালে দুই শিক্ষার্থী রচনা করেছিলেন, যারা রাজনৈতিক কারণে ঢাকা থেকে হারিয়ে গেছেন। কিন্তু ‘জেনারেশন জি’ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি এটিকে সম্মানের চোখে দেখি। ইউজিসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

‘বিশ্ববিদ্যালয় হলো এমন শিক্ষা ও গবেষণার কেন্দ্র, যেখানে অর্জিত জ্ঞানকে বিস্তৃত করা যায়। জুলাইয়ের চেতনায় গড়া নতুন বাংলাদেশের অংশীদার হিসেবে সময়কে কাজে লাগাতে হবে। তোমাদের শ্রেণিকক্ষ হবে প্রধান জায়গা, শিক্ষক হবেন সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ আর লাইব্রেরি হবে সময় কাটানোর শ্রেষ্ঠ স্থান। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসে না। পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের দিকে তাকিয়ে আছে। একদিন এই রাষ্ট্রের দায়িত্ব তোমাদের হাতেই আসবে’ বলেও মন্তব্য করেন তিনি।
রোববার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সলিমুল্লাহ খান।