ঢাকার হাজারীবাগে অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রওশন আরা (৬০) স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– মোহাম্মদ রাজু শেখ (২০), মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৫), মোহাম্মদ সুমন গাজী (৩৬) এবং মোহাম্মদ রাসেল (৩৬)।
হাজারীবাগ থানা বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহত রওশন আরার মেয়ে রুনা আক্তার (৩২) ১৬ জুলাই একটি পুরোনো অটোরিকশা বিক্রি করেন। সেটি ২২ হাজার টাকায় কিনে নেন রাজু, ফাহিম ও সুমন। তারা ৯ হাজার টাকা নগদ পরিশোধ করে বাকিটা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলেন। তবে নির্ধারিত সময়ে বাকি টাকা না দেওয়ায় রুনা একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।
পরবর্তীতে ৩১ জুলাই রাজুর সঙ্গে রুনার দেখা হলে, রাজু টাকা দিতে অপারগতা জানান। এ সময় রুনা রাজুর কাছে থাকা দুটি মোবাইল ফোন নিজের কাছে রেখে দেন এবং জানান, পাওনা টাকা পরিশোধ হলেই ফোন ফেরত দেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১ আগস্ট) রাত ১টার দিকে অভিযুক্ত পাঁচজনসহ আরও কয়েকজন রুনার বাসায় হামলা চালায়। রুনাকে না পেয়ে তারা তার ভাই মো. লিটন (৩৮) এবং মা রওশন আরার ওপর বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় সাদ্দাম হোসেনকে ধরে ফেললে রুনার পরিবারের লোকজন তাকে মারধর করে। আহত রওশন আরা ও লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে। মামলার প্রস্তুতি চলছে।