রাজধানীর মৌচাক মোড়ে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের বেজমেন্টের পার্কিং-এ একটি গাড়ির ভেতরে দু’জনের মরদেহ পাওয়া গেছে।
রমনা মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল। বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিং- এ তল্লাশির সময় বিষয়টি তার নজরে আসে।
পুলিশ জানায়, নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দু’জন পুরুষকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে সন্দেহ হলে রমনা থানায় খবর দেওয়া হয়।
পরে পুলিশ গাড়ির দরজা খুলে দেখতে পায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল। আরেকটি মরদেহ ছিল গাড়ির পেছনের সিটে। দু’টি মরদেহেরই মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, দু’ইজনকে গুরুতর জখম করে হত্যার পর গাড়িতে তোলা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (ডিসি, রমনা) মাসুদ আলম জানান, এরই মধ্যে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের আত্মীয় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডিসি মাসুদ বলেন, ‘সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ভোর ৫ টা ৩৫ মিনিটে গাড়িটি সেখানে পার্ক করা হয়। বেজমেন্টে বাতাস কম থাকে, উত্তাপও থাকে বেশি। প্রচণ্ড গরমের কারণে মরদেহ পঁচে গেছে।’
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, সংশ্লিষ্ট থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।
মরদেহ দু’টির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।