সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি করে দেবে বিসিবি

টাইমস স্পোর্টস
1 Min Read
বাংলাদেশ নারী দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

২০২২ ও ২০২৪; বাংলাদেশের জার্সিতে দুইবার সাফ শিরোপা জিতেছেন ঋতুপর্ণা চাকমা। সর্বশেষ আসরে হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে দুর্দান্ত এই অবদানের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের কাছ থেকে জমিও উপহার পান এই ফুটবলার। কিন্তু সেই জমিতে থাকার মতো বাড়ি এখনো গড়ে তুলতে পারেননি তিনি। গত বছর এক ফেসবুক পোস্টে এ নিয়ে আক্ষেপ করে ঋতুপর্ণা জানান, কোনো এক বাধার মুখে বাড়ি তুলতে পারছেন না তিনি।

ঋতুপর্ণার এই আক্ষেপ ঘুচতে যাচ্ছে শীঘ্রই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাত ধরে। শনিবার বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচালনা পর্ষদের ছয় ঘণ্টাব্যাপী সভা। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, নারী ফুটবলার ঋতুপর্ণার বাড়ি তুলে দেবেন তারা বিসিবির নিজস্ব তহবিল থেকে। 

যদিও এখনো জানা যায়নি, ঠিক কবে নাগাদ ঋতুপর্ণার গ্রামে বাড়ি তোলাআর কাহ শুরু করবে বিসিবি। অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও নারী ফুটবল দলের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি। সাফ জিতে আসার পর নারী দলকে আর্থিক পুরস্কারও দেয়া হয়েছে বিসিবির তরফ থেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *