কক্সবাজারে একদিনের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

টাইমস রিপোর্ট
1 Min Read
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। ছবি: টাইমস

কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বেশ কয়েকটি রেস্তোরাঁ, কসমেটিকসের দোকান এবং সড়কে অভিযান চালানো হয়।

অভিযানে দণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বিরাম রেস্তোঁরা, বিরতি রেস্টুরেন্ট, আল আমিন বিরানী হাউস, কলাতলী এলাকার হান্ডি রেস্টুরেন্ট ও কাশেম স্টোর। এছাড়াও এক ব্যক্তিকে সড়ক আইনে জরিমানা করা হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযানে রেস্টুরেন্টগুলোয় অপরিচ্ছন্নতা ও সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় এবং কাশেম স্টোরকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রি করায় জরিমানা করা হয়।

অভিযানে চারটি রেস্তোঁরাকে এক লাখ ৪৫ হাজার টাকা, কাশেম স্টোরকে ৩০ হাজার টাকা ও সড়কে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগ একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সানজিদা বেগম বলেন, ‘অভিযানকালে রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যকর খাবার পরিবেশন, কসমেটিকস দোকানের মালিককে বিএসটিআই এবং আমদানিকারকের লোগো সংবলিত পণ্য বিক্রির পরামর্শ দেওয়া হয়। তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে ভোক্তাদের জন্য স্বাস্থ্যকর খাবার ও মানসম্মত পণ্য নিশ্চিত করেন। অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *