অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মন্তব্যকে ‘ব্যক্তিগত মত’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুকীর বক্তব্য তার একান্ত ব্যক্তিগত।’
তিনি আরও বলেন ‘তদন্তে যদি নুসরাত নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
‘আমাদের নির্দেশনা পরিষ্কার—কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, আর প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসেন’, যোগ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কঠোর থাকবে।
তিনি বলেন, ‘সব তৈরি পোশাক কারখানাকে চলতি মাসের মধ্যেই ঈদের বোনাস পরিশোধ করতে হবে। পাশাপাশি, আগামী মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে শ্রমিকদের বেতনও দিতে হবে।’
তিনি শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘তাদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। তবে অযৌক্তিক দাবিতে সড়ক অবরোধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’