সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ– এমন প্রতিপাদ্য নিয়ে ঈদুল আজহার চলচ্চিত্র ‘উৎসব’-এর ঘোষণা দেওয়া হলো। তানিম নূরের পরিচালনায় এতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির একঝাঁক তারকা। তারা হলেন– জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। একই কন্টেন্টে এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। তাদের বেশিরভাগই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশান শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির নাম ঘোষণা ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তারা প্রত্যেকে চোখে রঙিন মাস্ক পরে এসেছিলেন। পরিচালক তানিম নূর মঞ্চে আমন্ত্রণ জানালে তারা একসঙ্গে মুখোশ খুলে স্বরূপে হাজির হন।
অনুষ্ঠানে আরও ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, অভিনেতা এফ এস নাঈম, পরিচালক সৈয়দ আহমেদ শাওকী, চিত্রনাট্যকার সালেহ সোবহান অনীম, কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশীসহ অনেকে।

তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটি চলচ্চিত্র বানানোর ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছে থেকে স্বপ্নপূরণ করতে গিয়ে তৈরি হয়েছে ‘উৎসব’। এটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় চরকি।
অভিনেতা জাহিদ হাসান জানালেন, দীর্ঘদিন পর কোনো চলচ্চিত্রে অনেক অভিনয়শিল্পী মিলে কাজ করেছেন, সেটাই তার কাছে আনন্দের। ছবিটি দেখে দর্শকরা আনন্দ পাবেন বলে মনে করেন তিনি।
আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ– এই কথাটি আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেকদিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি খুঁজছিলাম।’

নতুন ছবিটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘খুব আনন্দ নিয়ে কাজটি করেছি। এটি এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
অপি করিম বলেন, ‘আমার অনেকদিনের সহকর্মীদের সঙ্গে একই ছবিতে কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। নতুন প্রজন্ম আমাদের একসঙ্গে কাজ করতে দেখেনি। তাই ভাবলাম, তারা “উৎসব” ছবির মাধ্যমে দেখুক, আমরা এখনও আছি!’
ছবিটির বিষয়বস্তু নিজের শৈশবের কথা মনে করিয়ে দেয় ইন্তেখাব দিনারকে। তিনি বলেন, ‘ছবিটিতে আমি অনেক পরে যুক্ত হয়েছি। এমন একটি প্রকল্পে এত গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরেছি, এজন্য নির্মাতাকে ধন্যবাদ জানাই।’
তানিম নূরের উচ্ছ্বাসের জন্যই ছবিটিতে কাজ করতে রাজি হয়েছেন সবাই। এক্ষেত্রে একটি অসাধ্য সাধন হয়েছে বলে মনে করেন অভিনেতা আজাদ আবুল কালাম। আর এত গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাকে নিজেদের বড় পাওয়া মনে করছেন দুই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।

সংবাদ সম্মেলনে ডোপ প্রোডাকশন্সের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে প্রথম চলচ্চিত্র “উৎসব”, তাও ঈদের জন্য। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। এজন্য সবাইকে ধন্যবাদ। ঈদের আমেজ থাকতে থাকতে আমরা দেশের বাইরেও ছবিটি মুক্তি দিতে চাই।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘বর্তমান সময়ের জন্য খুব জরুরি একটি চলচ্চিত্র “উৎসব”। এখন কী ধরনের ছবি বেশি তৈরি হচ্ছে আমরা সবাই দেখছি। এর ভিড়ে সবাই মিলে দেখার মতো চলচ্চিত্র খুবই প্রয়োজন, বিশেষ করে ঈদের মতো সময়ে।’
ছবিটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। এর স্বত্বাধিকারী সাকিব ফাহাদ বলেন, ‘তানিম নূরের অদম্য ইচ্ছাই আমাকে এতে যুক্ত করতে আগ্রহী করেছে।’
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান।