‘অভ্যুত্থানকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে একটা গোষ্ঠী’

টাইমস রিপোর্ট
2 Min Read
পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের শহীদ ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা। ছবি: টাইমস

অভ্যুত্থানের পর থেকেই একটা গোষ্ঠী এটাকে দখল করে নিজেদের রাজনৈতিক এজেণ্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এটি করতে গিয়ে কার্যত তারা এই অভ্যুত্থানকে দূর্বল করেছে, ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের শহীদ ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলা হয়।

স্মরণসভার শুরুতেই জুলাই অভ্যুত্থানসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় সাংস্কৃতিক পরিবেশনা করে সমগীত, আমাদের পাঠশালা। কবিতা পাঠ করেন কবি জাহিদ জগৎ, ফজলে রাব্বি, শরীফুল ইসলামসহ অন্যান্যরা।

শহীদ জুলফিকার শাকিলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ী ছাত্র পরিষদ, বম স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ যুব ফেডারেশন।

এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘অভ্যুত্থানের পর থেকেই আমরা দেখেছি একটা গোষ্ঠী অভ্যুত্থানকে দখল করে নিজেদের রাজনৈতিক এজেণ্ডা বাস্তবায়নের চেষ্টা করছে; এটি করতে গিয়ে কার্যত তারা এই অভ্যুত্থানকে দূর্বল করেছে, ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে।

হাজারো শহীদের আত্মত্যাগের অভ্যুত্থানকে যারা ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছেন তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছেন। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে; সাঈদ-শাকিল-মুগ্ধ-রিয়া গোপ আমাদের সে লড়াই শিখিয়ে গেছেন। আমরা সেই লড়াইয়ের পথ ছাড়ব না, যোগ করেন তিনি।

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমানের সভাপতিত্বে ও রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন খানের সঞ্চালনায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলাহাসনাইন বাবু, আমাদের পাঠশালার সাবেক শিক্ষক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাবেক সাধারণ সম্পাদক মাহবুব ইরান, নারী সংহতির সদস্য রেক্সোনা পারভীন সুমি, বাংলাদেশ যুব ফেডারেশনের সম্পাদক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ নেতৃত্বরা।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ঢাকা নগরের সাবেক সাধারণ সম্পাদক এম এইচ রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকসহ নেতারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *