বাংলাদেশের আবাসন, বন্দর, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূ্স। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠকে এই আহ্বান জানান তিনি।
বিশেষভাবে তিনি সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফরি চেহ-কে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন খাতে বিনিয়োগের অনুরোধ জানান।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটাই সময় বাংলাদেশে বিনিয়োগ করার।’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন বন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, তাই বড় পরিসরে আবাসন ও অবকাঠামো খাতে বিনিয়োগ অত্যাবশ্যক।
সানওয়ে গ্রুপের স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে হাসপাতাল স্থাপনের আহ্বানও জানান তারা। জেফরি চেহ জানান, তার প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখবে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, সানওয়ে গ্রুপে কর্মরত বাংলাদেশিদের দক্ষতা দেখে তিনি মালয়েশিয়া সরকারকে তাদের ছয় বছরের কর্মমেয়াদ বৃদ্ধির অনুরোধ করেছেন।
অন্যদিকে, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোখতার আল- বুখারি জানান, লাভের চেয়ে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্যেই তারা বিনিয়োগে আগ্রহী। তিনি নদী ও জেলে সম্প্রদায়ের স্থানান্তর প্রকল্পে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সৌরবিদ্যুৎ ও কৃষি প্রক্রিয়াকরণ খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সৈয়দ মোখতার জানান, তারা নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্য নিরাপত্তা খাতে বাংলাদেশে কাজ করতে চান।
বৈঠকের শেষে সৈয়দ মোখতার প্রফেসর ইউনুসকে উপহার দেন ২০ বছরের গবেষণায় নির্মিত টিপু সুলতানের ওপর একটি গ্রন্থ।