পাওয়ার হিটিং কোচের দায়িত্ব নিয়ে গত ৭ আগস্ট বাংলাদেশে এসেছেন জুলিয়ান উড। এশিয়া কাপের আগ পর্যন্ত কাজ করবেন এই ইংলিশ কোচ। তবে ক্রিকেটারদের সাথে কোনো ধরনের সেশনের আগেই স্থানীয় কোচদের নিয়ে মঙ্গলবার এক ওয়ার্কশপ করেছেন ইংল্যান্ডের সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট অধীনস্থ কোচদের নিয়ে পাওয়ার হিটিংয়ের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এই সেশনে উড আলোচনা করেছেন আধুনিক কোচিং, ব্যাটিংয়ের টুকিটাকি ও পাওয়ার হিটিং নিয়ে।
যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলা টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম, অনূর্ধ্ব-১৭ দলের কোচ হান্নান সরকার, তালহা জুবায়ের, মাহবুব আলী জ্যাকি-সহ মোট ১৬ জন স্থানীয় কোচ।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড হাবিবুল বাশার সুমন টাইমস অফ বাংলাদেশকে বলেন, ‘এই ওয়ার্কশপে কোচরা উপকৃত হবেন। ক্রিকেটারদের সঙ্গেও কাজ করবেন উড। তবে আমাদের মনে হয়েছে এই বিষয়গুলো কোচদেরও জানা উচিত। আমার বিশ্বাস, এতে কোচদেরও দীর্ঘ মেয়াদে উন্নতি হবে। অনেক দিন ধরেই আমরা শীর্ষ পর্যায়ের কোচদের মান আরও বাড়ানোর চেষ্টা করছি। এটিও সেই প্রক্রিয়ার অংশ।’