জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট । বাংলাদেশে বসবাসকারী ৫৪টির বেশি ভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর জনগণও শনিবার দিবসটি উদযাপন করবেন। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে তো বটেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত অন্যান্য অঞ্চলেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এ বছরের দিবসের প্রতিপাদ্য হলো- ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’।বাংলাদেশ আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে হতে যাচ্ছে বিভিন্ন কর্মসূচি।
হিল ভয়েস তাদের ফেসবুক পেজ জানিয়েছে, ওইদিন কেন্দ্রীয় অনুষ্ঠান হবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ভিন্ন একটি সূত্র জানিয়েছে, এতে আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সভাপতিত্ব করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি ঢাকা সফর বাতিল করেছেন।
চট্টগ্রাম: একই দিন বিকাল ৩টায় চট্টগ্রামের নন্দন কানন এলাকার বৌদ্ধ মন্দির চত্বরে জমায়েত ও শোভাযাত্রা শুরু হবে। এরপর বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ও সাংবাদিক আবুল মোমেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন।

রাঙামাটি: এ দিন জেলা পৌরসভা প্রাঙ্গণে সকাল ৯টায় জমায়েত, সকাল সাড়ে ৯টা য় উদ্বোধনী অনুষ্ঠান ও সকাল সাড়ে ১১টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে রাজবাড়ির শিল্পকলা একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। এছাড়া এতে পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নেতা ও ব্যক্তিবর্গও বক্তব্য রাখবেন।
বান্দরবান: একই দিন জেলা শহরের রাজার মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে জমায়েত, সকাল সাড়ে ৯টায় গণসঙ্গীত, সকাল ১০টায় আলোচনা সভা এবং দুপুর সাড়ে ১২টায় শোভাযাত্রা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও আদিবাসী চলচিত্র নির্মাতা মং উষাথোয়াই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদ।
খাগড়াছড়ি: এ দিন জেলা সদরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজশাহী: এ দিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় কুমার ওরাঁও এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা মো. আমিরুল ইসলাম।
মৌলভীবাজার: জেলার শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
কক্সবাজার: এ দিন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল।
রাজশাহী, রংপুর, গাইবান্ধা ও নওগাঁ: দিবসটি উদযাপনে জাতীয় আদিবাসী পরিষদ, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও কাপেং ফাউন্ডেশন যৌথ উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ওইদিন রংপুর ও রাজশাহী বিভাগের জেলায় জেলায় মিছিল ও সমাবেশ, ১২ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে বিক্ষোভ সমাবেশ এবং ১৪ আগস্ট নওগাঁ সদরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে শোভাযাত্রা ও আলোচনা সভা।
বিশ্বব্যাপী আদিবাসীদের দীর্ঘদিনের সংগ্রাম ও যোগাযোগের প্রেক্ষাপটে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।