দেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে: বিএনপি

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। কিন্ত হচ্ছে তার উল্টো।’

সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম ডেমোক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন?’

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় তাদের সফলতা কামনা করেছি। সবসময় সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে।’

পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য নির্দেশনা দেবেন বলে আশা করেছিল বিএনপি। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা লক্ষ্য করলাম আপনি (প্রধান উপদেষ্টা) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, কিন্তু নির্বাচন কমিশনকে অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন প্রস্তুতির জন্য এখনো যথাযথভাবে নির্দেশনা দেননি।’

অতি শিগগিরই নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা নির্দেশনা দেবেন-এমন আশার কথা জানান বিএনপির এই নেতা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *