ইউনূস–তারেকই ঠিক করবেন ‘আলোচনা বিষয়’: প্রেস সচিব

1 Min Read
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় বৈঠকের ‘আলোচনার বিষয়’ তারা নিজেরাই ঠিক করবেন বলে জানিয়েছেন  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বৈঠকটির নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। তারা নিজেদের মতো করে আলোচনা করবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্ধারিত নির্বাচনকাল, চার্টার অব জুলাই ও সংস্কারসহ যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।’

প্রেস সচিব আরও বলেন, ‘বৈঠকে কী আলোচনা হবে, তা তারেক রহমান ও ড. ইউনূস নিজেরাই নির্ধারণ করবেন।’

এদিকে সোমবার সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরের শুরুতেই তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কয়েকজন ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ-এর সঙ্গেও তার বৈঠক হয়েছে।

চার দিনের এ সরকারি সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

এই সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ইউনূস।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *