সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে প্রথমার্ধ শেষে শ্রীলংকার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল করেন সপ্না রানী, মুনকি ও সাগরিকা।
বসুন্ধরা কিংস এরেনাতে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। ম্যাচের দুই মিনিটের মাঝেই ফ্রি কিক থেকে গোল এনে দেন সপ্না রানী। এরপর খুব বেশি একটা অপেক্ষা করতে হয় নি বাংলাদেশের, খানিক বাদেই মুনকির গোলে ২-০ গোলের একটা লিড পেয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধ বেশ একপাক্ষিকই ছিলো বলা যায়, বাংলাদেশ একের পর এক আক্রমণ চালিয়ে গিয়েছে শ্রীলঙ্কান শিবিরে। লঙ্কান গোলকিপার ধরমশিকা বেশ কিছু দারুন সেভ দিয়ে বাংলাদেশকে আঁটকে রাখেন। একইসাথে শ্রীলঙ্কান রক্ষণভাগও বেশ ভাল ডিফেন্স করছিল যেন বাংলাদেশ তাদের ব্যবধান বড় না করতে পারে। তবে কতবার আর আঁটকে রাখা যায় বাংলাদেশকে? একটু দেড়িতে হলেও সাগরিকা গোল করেন ও বাংলাদেশকে ৩-০ গোলের লিড নিয়ে টানেলে পাড়ি জমান।