প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টসহ আরও কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রর্দশন নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এই বিজ্ঞপ্তির চার দিন আগে রোববার আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালায় ও আশপাশের এলাকায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ ছাড়া রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েও আলাদা বিবৃতি এসেছে দুই দফা।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ ফটক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনের সড়ক আগামী ১৪ জুন থেকে এই নিষেজ্ঞাধার আওতায় থাকবে।’
এ ছাড়া বিভিন্ন দাবি দাওয়া আদায়, প্রতিবাদ, কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচল বিঘ্ন না করার পুনরায় অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
জুলাই-আগাস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে বিভিন্ন সংগঠন আন্দোলনে নামলে পুলিশ দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করছে।