হলিডে ইন-ঢাকা সিটি সেন্টার আয়োজন করছে তিন দিনব্যাপী বিশেষ খাদ্য উৎসব ‘চাটগাঁইয়া মেজবান’। বিশেষ এই উৎসবটি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই থেকে ২ আগস্ট ২০২৫ পর্যন্ত হোটেলের অ্যাটিটিউড রেস্টুরেন্টে। এই আয়োজনের প্রতিটি পদ তৈরি করবেন চট্টগ্রাম থেকেই আগত রন্ধনশিল্পীরা।
খাদ্য তালিকায় থাকবে গরুর মেজবানি মাংস, কালা ভুনা, শুঁটকি ভুনা, শুঁটকির সঙ্গে চিংড়ি মালাই কারিসহ নানা পদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ অফার: এই আয়োজনের জন্য বিশেষ মূল্যছাড়ও ঘোষণা করা হয়েছে।
- বাই ওয়ান গেট ওয়ান-৬,০০০ টাকা।
- বাই ওয়ান গেট টু – ৭,৫০০ টাকা (নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য)।
- ওয়ান গেট থ্রি – ৯,০০০ টাকা (সব BRAC Bank কার্ডধারীদের জন্য)।
রেস্টুরেন্টটির পরিবেশ সাজানো হয়েছে চাটগাঁইয়া সংস্কৃতির গল্পে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চাটগাঁইয়া মেজবান’ কেবল একটি ডিনার বুফে নয়, এটি একটি চট্টগ্রামের স্মৃতিগাঁথা অভিজ্ঞতা। যারা চট্টগ্রাম থেকে দূরে থেকেও সেই স্বাদের স্মৃতি বয়ে নিয়ে বেড়ান, তাদের জন্য এই উৎসব।
স্থান: অ্যাটিটিউড রেস্টুরেন্ট, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। আগ্রহীরা বুকিং ও তথ্যের জন্য এই নম্বরে ০১৩২৪ ৭১৭০২৫–২৬ যোগাযোগ করতে পাারেন বলেও এতে বলা হয়।