হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান?

টাইমস রিপোর্ট
1 Min Read
অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। এতে অতিথি হয়ে আসছেন দেশের বিভিন্ন জগতের তারকারা। অনুষ্ঠানটির ৩য় পর্বে অতিথি হয়ে আসছেন গুণী অভিনেতা জাহিদ হাসান।

এই শো’তে এসে জাহিদ হাসান বলেন, ‘আমার মন বলছে আমি খুব শিগগীরই হলিউডের সিনেমায় অভিনয় করবো। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৩য় পর্ব প্রচার হবে শনিবার (১৬ আগস্ট) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

রুম্মান রশিদ খান ও জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

১২০ মিনিটের পডকাস্ট শো’তে জাহিদ হাসান আরো বলেন, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর এক রাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন অকপটে। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথা।

জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *