সুন্দরবনে অভিযুক্ত ডাকাত দলের কবল ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মুক্তিপণের দাবিতে কথিত করিম-শরীফ বাহিনী তাদের অপহরণ করেছিল।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের আস্তানা থেকে তাদের উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
এ সময় ১৬টি জেলে নৌকাও উদ্ধার করা হয়। তবে ডাকাতরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার করা ৩৩ জনের মধ্যে ছয়জন নারী ও ২৭ জন পুরুষ রয়েছেন। তারা সকলেই সুন্দরবনের নদীতে কাঁকড়া ও মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সকলেই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণের খবর পেয়ে তারা দিনভর সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয় ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে উদ্ধার করা হয় নৌকাসহ অপহৃতদের।
এতে আরও জানানো হয়, ছয় নারীসহ ৩৩ জন জেলে ১৬টি বোট নিয়ে বুধবার (৯ এপ্রিল) সকালে খুলনা জেলার কয়রা উপজেলা থেকে কাঁকড়া এবং মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। এর পর সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী মুক্তিপণের দাবিতে ৩৩ জনকে অপহরণ করে তাদের আস্তানায় জিম্মি রাখে এবং মুক্তিপণ হিসেবে দাবি করে জনপ্রতি ১০ হাজার টাকা।
উদ্ধারকৃতদের কয়রা স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে কোস্টগার্ড।