সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৫ আগস্ট পর্যন্ত দিনের বেশির ভাগ সময়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে ৭০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে করে ওই সব অঞ্চলের নিচু এলাকা ও শহরের সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে নগর কর্তৃপক্ষ।
এ ছাড়া চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির পার্বত্য এলাকায় অতিভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোথাও কোনো সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নৌচলাচলে বড় ধরনের কোনো ঝুঁকি নেই।
এর আগে শনিবার নদী গবেষণা ও বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, উত্তরের নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ৫ আগস্টের মধ্যে তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ জেলার যাদুকাটা, ঝালুখালি, সোমেশ্বরী ও লুবাছড়া নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে পূর্বাভাস কেন্দ্র।