শুল্ক আলোচনা: ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা   

টাইমস রিপোর্ট
1 Min Read
বক্তব্য রাখছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: ইউএনবি

আরোপিত শুল্ক নিয়ে আবার আলোচনা করতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আবারও যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ওয়াশিংটনে ২৯ ও ৩০ জুলাই দু’পক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে আগের দুই দফার আলোচনা ইতিবাচক ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সঙ্গে মূল বৈঠক হবে। এবারের আলোচনাতেও ভালো কিছু হবে।’

আগস্টের আগেই ইতিবাচক কোনো ঘোষণা পাওয়া যেতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার একটি চুক্তি সম্পন্ন হয়েছে, যা ধাপে ধাপে সরবরাহ করা হবে। পাশাপাশি গম কেনার চুক্তিও হয়েছে। সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়লেও দেশের বাজারে ভোক্তাদের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *