রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানোর বিষয়ে পঞ্চদশ সংশোধনীর বিধানের বৈধতা নিয়ে করা রিটের বিষয়ে মতামত দিতে সাতজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ঠিক করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
যে সাত আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী, মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, আহসানুল করিম, মোস্তাফিজুর রহমান খান ও জ্যোর্তিময় বড়ুয়া।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী গত ১০ মার্চ রিটটি করেন, যেখানে ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ পড়ানোর বিধান পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়।
‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন’ বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানোর সংক্রান্ত বিধান কেন ৭২-এর মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল (শুরু থেকেই) হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
আইন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়।