পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষন মামলার এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১ টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাকাপা বাজার এলাকা থেকে মোহাম্মদ শাহিন নামক ওই আসামিকে (৪৮) গ্রেপ্তার করে। তার বাড়ি রামগড় পাতাছড়া ইউনিয়নের নাকাপা রসুলপুর গ্রামে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ‘বুধবার দুপুরের দিকে মাদ্রাসা ছুটির পর ভুক্তভোগী নাকাপা বাজারে আসামীর খাবার হোটেলের সামনে যায়। এ সময় দ্বিতীয় শ্রেণী পড়ুয়া শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে আসামি ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।’
ওসি মঈন জানান, বাড়ির লোক এ ঘটনা পরে জানতে পেরে শিশুটিকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু দমন আইনে রামগড় থানায় একটি মামলা করলে ওই আসামিকে আটক করা হয়।